নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ অক্টোবর, ২০২০:হাইকোর্ট নির্দেশ দেওয়ার ১৬ দিন পেরিয়ে যাবার পরও পটাশপুরের বিজেপি নেতা মদন ঘোড়ইয়ের দ্বিতীয়বার পোস্টমর্টেম রিপোর্ট করেনি রাজ্য সরকার। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার গান্ধী মূর্তি পাদদেশে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ধর্ণায় বসেছে মহিলা মোর্চার কর্মীরা।
বিজেপির এই ধর্ণা কর্মসূচিতে যোগ দিয়েছে মদন ঘোড়ইয়ের স্ত্রী ও পুত্রও। হাইকোর্টের নির্দেশ অমান্য করা প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, ভারতবর্ষের একমাত্র এই রাজ্যে হিটলার বা তালিবানদের শাসন চলছে। এমন একটি সরকার যা আদালতের নির্দেশকেও অমান্য করেছে।
আরও পড়ুন…গদির লড়াই শুরু হয়ে গিয়েছে, আজ বিহারের প্রথম দফার ভোট
তাছাড়া হাইকোর্টকে জানানো হবে, আরজিকর মেডিকেল কলেজে পোস্ট মর্টেম করলে তা নিরপেক্ষভাবে হবে না। কারণ আরজিকর মেডিকেল কলেজ তৃণমূলের আড্ডাবাজদের জায়গা।