আরপিএফ জওয়ানের অভিনব সচেতনতা প্রচার, ভাইরাল ভিডিওতে প্রশংসার বন্যা

আরপিএফ জওয়ানের অভিনব সচেতনতা প্রচার, ভাইরাল ভিডিওতে প্রশংসার বন্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – ট্রেনের স্লিপার ক্লাসের সাধারণ কামরার জানলার পাশে বসেছিলেন এক মহিলা যাত্রী। হাতে ফোন নিয়ে তিনি কথা বলছিলেন স্বাভাবিকভাবে। ঠিক সেই সময় এক আরপিএফ আধিকারিক এসে হঠাৎ জানলা দিয়ে হাত গলিয়ে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান মহিলা যাত্রী। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে কৌতূহল। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, এই ঘটনাটি ছিল এক সচেতনতা প্রচার কর্মসূচির অংশ।

রেল আধিকারিক রাজু চৌধুরি আসলে যাত্রীদের সতর্ক করার জন্যই এই পদক্ষেপ নেন। তিনি সঙ্গে সঙ্গেই ফোনটি ফেরত দেন এবং বলেন, “এইভাবেই মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। জানালার পাশে ফোন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।” তাঁর উদ্দেশ্য ছিল যাত্রীদের বোঝানো যে চলন্ত ট্রেনে জানালার পাশে ফোনে কথা বললে মুহূর্তের মধ্যে ছিনতাই ঘটতে পারে।

এই ঘটনাটি রেকর্ড করে ইনস্টাগ্রামে ‘চৌধরি০৪০৯’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল— “মোবাইল ছিনতাই আটকাতে মহিলা যাত্রীকে সতর্ক করার প্রয়াস।” ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বিভাগ। কেউ লেখেন, “খুব সুন্দর উদাহরণ, স্যার,” আবার কেউ মন্তব্য করেন, “জনসাধারণকে সচেতন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য গর্বিত।”

রেলের এই অভিনব সচেতনতা প্রচার প্রমাণ করল— মানুষকে সতর্ক করা কখনও কখনও অভিনব উপায়েই করা যায়, আর সেই বার্তাই সবচেয়ে দ্রুত পৌঁছে যায় সমাজে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top