আরব, ১০ নভেম্বর্, আরব দুনিয়ায় চলছে বিশাল চক্র। ইন্টারনেট দুনিয়ায় বিজ্ঞাপন দিয়ে গৃহকর্মীদের দাস বানিয়ে নেওয়ার চক্র চলছে৷ সেই সংবাদ প্রকাশ্যে এনেছে বিবিসি৷ রিপোর্ট প্রকাশের পরেই দুনিয়া জুড়ে শোরগোল৷ চাপে পড়ে কুয়েত প্রশাসন তদন্ত শুরু করছে বলে জানা গিয়েছে৷
বিবিসি নিউজ অ্যারাবিক তুলে ধরেছে, গুগল ও অ্যাপলের অ্যাপের মাধ্যমে ইন্টারনেটে এই ব্যবসার পাশাপাশি, ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রামেও চলছে সক্রিয় চক্রটি৷ অনলাইনের মাধ্যমে মহিলা
গৃহকর্মীদের ক্রয়-বিক্রয় করা হয়। বিক্রির সময় হ্যাশট্যাগে লেখা হয় ‘মেইডস ফর ট্রান্সফার’ বা ‘মেইডস ফর সেল’।
আরব দুনিয়ায় বাড়ির কাজের লোক কেনা বেচার অভিযোগ দীর্ঘদিনের৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহারিন সহ বিভিন্ন দেশে যাওয়া অনেকেই এই ধরণের কাজে নেমে চরম হেনস্থার শিকার হন বলে বহুবার অভিজোগ উঠে এসেছে৷ এবার যেভাবে অন লাইনে কুয়েত থেকে দাস শ্রমিক কেনাবেচার বিষয়টি তুলে ধরেছে বিবিসি তাতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ রিপোর্ট প্রকাশের পরেই বিজ্ঞাপন সরিয়ে নিতে নির্দেশ দেয় প্রশাসন৷ সংশ্লিষ্ট ওয়েব সাইটের তরফে বলা হয়েছে ভবিষ্যতে তারা এ ধরণের আর কোনও কাজ করবে না।