আরব গৃহকর্মীদের দাস বানিয়ে বাজার চলছে রমরমিয়ে

আরব গৃহকর্মীদের দাস বানিয়ে বাজার চলছে রমরমিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আরব, ১০ নভেম্বর্,  আরব দুনিয়ায় চলছে বিশাল চক্র।  ইন্টারনেট দুনিয়ায় বিজ্ঞাপন দিয়ে গৃহকর্মীদের দাস বানিয়ে নেওয়ার চক্র চলছে৷ সেই সংবাদ প্রকাশ্যে এনেছে বিবিসি৷ রিপোর্ট প্রকাশের পরেই দুনিয়া জুড়ে শোরগোল৷ চাপে পড়ে কুয়েত প্রশাসন তদন্ত শুরু করছে বলে জানা গিয়েছে৷

বিবিসি নিউজ অ্যারাবিক তুলে ধরেছে, গুগল ও অ্যাপলের অ্যাপের মাধ্যমে ইন্টারনেটে এই ব্যবসার পাশাপাশি, ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রামেও চলছে সক্রিয় চক্রটি৷ অনলাইনের মাধ্যমে মহিলা
গৃহকর্মীদের ক্রয়-বিক্রয় করা হয়। বিক্রির সময় হ্যাশট্যাগে লেখা হয় ‘মেইডস ফর ট্রান্সফার’ বা ‘মেইডস ফর সেল’।

আরব দুনিয়ায় বাড়ির কাজের লোক কেনা বেচার অভিযোগ দীর্ঘদিনের৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহারিন সহ বিভিন্ন দেশে যাওয়া অনেকেই এই ধরণের কাজে নেমে চরম হেনস্থার শিকার হন বলে বহুবার অভিজোগ উঠে এসেছে৷ এবার যেভাবে অন লাইনে কুয়েত থেকে দাস শ্রমিক কেনাবেচার বিষয়টি তুলে ধরেছে বিবিসি তাতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ রিপোর্ট প্রকাশের পরেই বিজ্ঞাপন সরিয়ে নিতে নির্দেশ দেয় প্রশাসন৷ সংশ্লিষ্ট ওয়েব সাইটের তরফে বলা হয়েছে ভবিষ্যতে তারা এ ধরণের আর কোনও কাজ করবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top