মুম্বাই – আইপিএল জয়ের পরদিনই আনন্দের মাঝে নেমে এল শোকের ছায়া। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। মঙ্গলবার রাতে আরসিবি দলের শহরে ফেরার কথা ছিল, সেই উপলক্ষেই হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন স্টেডিয়ামের সামনে। কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
ভিতরে চলছিল উল্লাস, বিজয়ের উজ্জ্বল আলোয় ঝলমল করছিল স্টেডিয়াম, আর বাইরে— হাহাকার। প্রাণ হারালেন ১১ জন সাধারণ সমর্থক, যাঁরা কেবল প্রিয় দলের এক ঝলক দেখতে ছুটে এসেছিলেন দূরদূরান্ত থেকে।
আরসিবি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “মিডিয়া রিপোর্টে প্রকাশিত মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আমরা গভীরভাবে শোকাহত। এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” এছাড়াও জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে দলের হোমকামিং অনুষ্ঠান বাতিল করে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা হয়েছে।
আরসিবির পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি লেখেন, “ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। পুরোদস্তুর ভেঙে পড়েছি।”
সোমবার ফাইনাল জয়ের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দাঁড়িয়ে কোহলি আবেগঘনভাবে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন। আর পরদিনই এমন মর্মান্তিক ঘটনা তাঁকে স্তব্ধ করে দেয়। আরসিবি ভক্তদের উদ্দেশে দলের অনুরোধ, “অনুগ্রহ করে নিরাপদ থাকুন।”

 
								



















 
															 
															