আটক শাহরুখ পুত্র আরিয়ান, চলছে জিজ্ঞাসাবাদ। শাহরুখ পুত্রকে জিজ্ঞাসাবাদ এনসিবি-র। শাহরুখ পুত্র আরিয়ান খানের পাশাপাশি আরবাজ শেঠ মার্চেন্টকে আটক করেছে এনসিবি। সূত্রের খবর, আরবাজের কাছ থেকে মাদক পেয়েছে পুলিশ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিনেতা তথা ইনস্টাগ্রাম স্টার হিসেবে পরিচিত আরবাজ। জানা গিয়েছে, শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে অভিনেতার। শনিবার রাতে মায়ানগরী মুম্বইয়ের মাঝ সমুদ্রে ক্রুজে চড়ে চলছিল “রেভ পার্টি”। নাইট পার্টি থেকে উদ্ধার হয় কোকেন, হাশিস, এমডিএমএ।
এলাহী এই পার্টিতে উপস্থিত বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের নাম জড়ায়। ক্রুজে চলছিল দেদার ড্রাগ পার্টি। আগে থেকেই সেখানে হাজির ছিল এনসিবির দল। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। তারকা সন্তানকেও জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ক্রুজ পার্টিতে এই অপারেশন চালান।
আর ও পড়ুন ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় , ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছে বিজেপি
তিনিই তাঁর দল নিয়ে সেই ক্রুজে চড়েছিলেন। ক্রুজ বিচ ছেড়ে সমুদ্রে পৌঁছলেই শুরু হয় ড্রাগ পার্টি। সেখানে ব্যাপকভাবে মাদক সেবন করতে শুরু করে উপস্থিত অতিথিরা। এদিকে শাহরুখ পুত্রের মোবাইল বাজেয়াপ্ত করেছে এনসিবি। মাদক মামলার সঙ্গে সরাসরি যোগ রয়েছে কিনা জানতে তাঁর ফোনের চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অভিযুক্তদের প্রত্যেকের ফোনই এদিন বাজেয়াপ্ত করেছে এনসিবি ( Narcotics Control Bureau) ।
এই ঘটনায় আটক করা হয়েছে দিল্লির তিন যুবতীকেও। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছেন নারকোটিকস দফতরের আধিকারিকেরা। জানা গিয়েছে, ওই পার্টিতে যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে উড়ে এসেছিল তাঁরা। এনসিবি সূত্রে খবর, ওই তিনজনের মধ্যে দেশের অন্যতম এক ব্যবসায়ীর কন্যাও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোকেন, হ্যাশ, MD-র মতো পার্টি ড্রাগ মিলেছে জাহাজ থেকে। জানা গিয়েছে, কর্ডেলা নামের ওই জাহাজটির শনিবার রাতেই যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু, অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে যাত্রা শুরু করেনি।জিজ্ঞাসাবাদের সময়, বলিউড তারকা সন্তান আরিয়ান জানিয়েছেন, তাঁকে এই পার্টিতে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। পার্টিতে যোগ দেওয়ার জন্য টাকা দেননি তিনি। এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, আরিয়ানকে এখনও গ্রেফতার করা হয়নি।
এনসিবি-র জিজ্ঞাসাবাদে আরিয়ান আরও দাবি করেছেন, যাঁদের পার্টি তাঁদের তরফে তাঁর নাম করেই সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সূত্রের আরও খবর, ক্রুজের ভিতরে পার্টি চলার একটি ভিডিও এনসিবির হাতে এসেছে। যেখানে আরিয়ানকে দেখা যাচ্ছে। পার্টি চলাকালীন আরিয়ানকে সাদা টি-শার্ট, নীল জিন্স, লাল খোলা শার্ট এবং ক্যাপ পরে থাকতে দেখা যায়।
এনসিবি মুম্বইয়ের প্রধান নিশ্চিত করে জানিয়েছেন যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন আরিয়ান খানও। এনসিবি -র সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা গেছে, যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে রোলিং পেপারও পাওয়া গেছে। এফটিভি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কাশিফ খানও এনসিবির নজরে।