উত্তর ২৪পরগণা:- আরোগ্য সেতু অ্যাপে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করাতে গিয়ে বারাসাতের এক বাসিন্দা দেখতে পান সেই আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে অন্য কারোর নামে। এই অদ্ভুত ঘটনা সামনে আসতেই চিন্তায় পড়ে যান ওই ব্যক্তি। বারাসাতের ব্যারাকপুর রোডের বাসিন্দা বিশ্বরূপ বাবু তড়িঘড়ি বারাসাত থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট মোবাইল সবকিছু লিঙ্ক করা রয়েছে তাই নিঃসন্দেহে এই ঘটনা উদ্বেগ তৈরি করছে।

তিনি জানান তিনি এই কাজ করেছেন তিনি হয়তো ভুলবশত করে ফেলেছেন কিন্তু যারা ভ্যাকসিন দিচ্ছেন তারা কেন একবারও আধার কার্ডের নম্বর চেক করে দেখলেন না যে কার নামে কার্ড রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন যদি তার আধার কার্ডের মাধ্যমে কোন অসামাজিক কাজ কেউ করে থাকেন সেক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হবে বিশ্বরূপ বাবুকে। তাই একপ্রকার ভয় থেকেই তিনি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বারাসাত থানা থেকে আশ্বস্ত করা হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখার।