উত্তর ২৪পরগণা:- মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে একদিকে সুন্দরবন অন্যদিকে সীমান্ত প্রায় শতাধিক মহিলা-পুরুষ যুবকরা গত কয়েকদিন ধরে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে নাম নথিভুক্ত করেছিলেন। তাদের ঠিকানা লিপিবদ্ধ হয়েছিল বসিরহাট পৌরসভার ১৯,নম্বর ওয়ার্ডের লেডি মুখার্জি গার্লস হাইস্কুলের স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার ভোররাত থেকে এসে মানুষ লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে থেকো ও ভ্যাকসিন পেলেন না। হয়রানি হেনস্থা শিকার প্রতিবাদে বিক্ষোভ। তাদের নাম-ঠিকানা নথিভূক্ত থাকা শর্ত তারা নির্দিষ্ট ঠিকানায় এসে ভ্যাকসিন পেলেন না ।একরাশ ক্ষোভ উগরে দিলেন।

ঘটনাটি বসিরহাট মহাকুমার বসিরহাট থানার 19 নম্বর ওয়ার্ডের ভ্যাবলা এলাকার ঘটনা।

কর্তৃপক্ষ এ বিষয়ে ভ্যাকসিন দিতে বাধ্য নয় এমনটাই জানিয়েছেন। বলছেন এখানে নয় এটা অন্য জায়গায় এ ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। আরোগ্য সেতু অ্যাপ নাম নথিভুক্ত সত্বেও ভ্যাকসিন পেলেন না আরো একবার এই আপ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে আসলো।