আর্থিক তছরুপ মামলায় ফের ইডির জালে অনিল অম্বানী

আর্থিক তছরুপ মামলায় ফের ইডির জালে অনিল অম্বানী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – একসময় ভারতের অন্যতম ধনকুবের হিসেবে পরিচিত ছিলেন অনিল অম্বানী। কিন্তু এখন তাঁর নাম ঘিরে ফের আর্থিক জটিলতার মেঘ ঘনিয়েছে। ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পর ফের তাঁকে তলব করল ইডি (ED)। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র ঋণ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় আগামী ১৪ নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যেই মুম্বই-সহ দেশের বিভিন্ন জায়গায় রিলায়েন্স গ্রুপের একাধিক সম্পত্তিতে অভিযান চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নথি ও ডিজিটাল রেকর্ড। সোমবারই বাজেয়াপ্ত হয়েছে ধীরুভাই অম্বানী নলেজ সিটি, যা ১৩২ একর জমির উপর গড়ে ওঠা এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব। বাজারমূল্য প্রায় ৪৪৬২ কোটি টাকা। তার আগে ৩১ অক্টোবর ইডি বাজেয়াপ্ত করেছিল আরও ৩,০০০ কোটি টাকার সম্পত্তি। আদালতের অনুমতি পেলে এই বিপুল সম্পত্তি নিলামে তোলা হতে পারে বলে সূত্রের খবর।

তবে এটি প্রথমবার নয়। এর আগেও চলতি বছরের ৫ অগস্ট অনিল অম্বানীকে এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেদিন প্রায় আট ঘণ্টা ধরে প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বিদেশে তাঁর সম্পত্তি, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের ব্যবহার, অর্থ লেনদেনের পদ্ধতি— একের পর এক আর্থিক প্রশ্নে বিপাকে পড়েছিলেন এই ব্যবসায়ী।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনিল অম্বানী ও তাঁর সংস্থার মোট ঋণ বকেয়া প্রায় ৪০,০০০ কোটি টাকা। অভিযোগ, এক ব্যাঙ্কের ঋণ শোধ করতে অন্য ব্যাঙ্ক থেকে নতুন ঋণ নেওয়া হয়েছে— আর সেই লেনদেনের জালই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।

ধনকুবের থেকে দেউলিয়া, আর এখন তদন্তের চক্রবুহ্যে— এক সময়ের রিলায়েন্স সাম্রাজ্যের উত্তরাধিকারী অনিল অম্বানীর জীবন যেন সত্যিই বলিউডি রোমাঞ্চে ভরা এক অধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top