রোগীর আত্মীয়কে রোগীকে বাঁচানোর নাম করে আর্থিক প্রতারনায় অভিযুক্ত কবিরাজ গ্রেপ্তার। রোগীর আত্মীয়র সঙ্গে আলাপ করে রোগীকে বাঁচিয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল এক কবিরাজকে। বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে জীবনতলার আঠারোবাঁকি এলাকা থেকে তাকে ধরে। অভিযুক্তের নাম নুরুজ্জামান সিরাজী।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে বারুইপুরের সূর্যপুর হাটের বাসিন্দা এক গৃহবধূ নুরনেহার বিবি বারুইপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেন। নুরনেহার বিবির স্বামী ইউসুফ সরদার শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় তার ডায়ালোসিস চলছিল বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে তিনদিন করে তাঁর স্বামীকে নিয়ে আসতে হত। নুরনেহার বিবি বলেন, হাসপাতালে আসার পথে কবিরাজের সঙ্গে আলাপ হয়েছিল। আমাকে মাদুলি, কবচ দেয় সে। বলে এতে স্বামীর রোগ সেরে যাবে।
বাড়িতে গিয়ে স্বামীকে জরিবুটিও করে আসেন ওই কবিরাজ। এর বিনিময়ে প্রথমে এক লক্ষ টাকা নেয় কবিরাজ। তারপরে দফায় দফায় ৬ লক্ষ টাকা দেওয়া হয় তাকে। আমি স্বামীকে বাঁচানোর জন্যই জমি, সোনা-গয়না বিক্রি করে কবিরাজকে টাকা দিয়েছিলাম। তিনি আরও বলেন, এই কথা পরিবারের কাউকে জানালে স্বামীর মৃত্যুভয় দেখানো হত। কিন্তু আমার স্বামী কয়েকদিন আগেই মারা যায়।
তারপর ওই কবিরাজের সঙ্গে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। শেষে থানায় অভিযোগ জানাই। তদন্তকারী অফিসার বলেন, অভিযুক্ত বারুইপুর হাসপাতালেই ঘোরাফেরা করত। হাসপাতালে মৃতপ্রায় রোগীদের টার্গেট করত সে। এরপর সেই রোগীর আত্মীয়র সঙ্গে আলাপ করে ঝাড়ফুঁক করে টাকা নিয়ে নিত। আর্থিক প্রতারনায়