ফরাক্কায় আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছানোর উদ্যোগ রাজ্য সরকারের । ফরাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বাসিন্দাদের আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এরজন্য বেওয়ার গুমানী নদীর তীরে সাড়ে তিন একর জমিতে গড়ে উঠতে চলেছে জনস্বাস্হ্য ও কারিগরি দফতরের জলপ্রকল্প।
এরজন্য অর্থ বরাদ্দ করা হয়েছে মোট আড়াইশো কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে বেওয়ার গুমানীর তীরে জলপ্রকল্পের জমি সরজমিনে খতিয়ে দেখে গেলেন মুর্শিদাবাদ জেলা জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল। জমি পরিদর্শন করে খুশি পিএইচই দফতরের আধিকারীকরা।এদিন পিএইচই দফতরের আধিকারীকরা জলপ্রকল্প গড়ে তুলতে জমি সংক্রান্ত বিষয়ে ফরাক্কা ব্লকের বিএলআরওর সঙ্গে বৈঠকে বসেন।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে অবস্হিত বেওয়া ১ ও ২ নম্বর গ্রামপঞ্চায়েত। এছাড়া বাহাদুরপুর গ্রামপঞ্চায়েত রয়েছে। এছাড়া ইমামনগর ও বেনিয়াগ্রাম গ্রামপঞ্চায়েতের একাংশ গ্রাম রয়েছে। ঝাড়খন্ড লাগোয়া গ্রাম। প্রত্যন্ত এলাকায় আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য গুমানী নদীর জলকে কাজে লাগিয়ে বৃহৎকারে জলপ্রকল্প গড়ে তুলতে চলেছে পিএইচই দফতর।
২০১৬ সালে ১০০ কোটি টাকা ব্যায়ে এই জলপ্রকল্প গড়ে তোলার পরিকল্পনা গ্রহন করা হলে জমি জটে কাজ থমকে যায়। বিধায়ক মনিরুল ইসলামের তৎপরতায় অবশেষে জমি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ায় নতুন করে কাজ চালুর উদ্যোগ শুরু হয়েছে। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা সোমেন পান্ডে কি বললেন আসুন শুনে নিই।