আর মাত্র কটা দিন, টোকিও অলিম্পিক এ জেতার প্রস্তুতির তুঙ্গে সিন্ধু-দীপিকারা

আর মাত্র কটা দিন, টোকিও অলিম্পিক এ জেতার প্রস্তুতির তুঙ্গে সিন্ধু-দীপিকারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯ জুলাই ২০২১: আর মাত্র কটা দিন, টোকিও অলিম্পিক এ জেতার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সিন্ধু-দীপিকারা । একনজরে দেখে নিন ভারতীয় অ্যাথলিটদের প্রথম দিন অনুশীলনের কিছু ছবি,ভারতের তারকা তিরন্দাজ-দম্পতি দীপিকা কুমারি ও অতনু দাস আজ, সোমবার সকালেই নেমে পড়েছেন অনুশীলনে।

https://twitter.com/worldarchery/status/1416956724662083585?s=19


রিকার্ভে ছেলেদের টিম ইভেন্টের সদস্য তরুণদীপ রাই ও প্রবীণ যাদবও অনুশীলনে নেমেছেন।
ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলস ও ছেলেদের সিঙ্গলসে অংশগ্রহণকারী পিভি সিন্ধু ও বি সাই প্রণীত মগ্ন অনুশীলনে।

https://twitter.com/Media_SAI/status/1416971525408780290?s=19


টোকিওতে নামতে চলা ছেলেদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠীও গেমস ভিলেজে প্র্যাক্টিসে নেমে পড়েছেন।

https://twitter.com/Media_SAI/status/1416967501250920453?s=19

টেবল টেনিস তারকা শরথকমল ও সাথিয়ান গণশেখরনও গেমস ভিলেজে অনুশীলনে মত্ত।

https://twitter.com/Media_SAI/status/1416964149142163464?s=19

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top