
এবার নায়ক থেকে অন্য পথে হাঁটলেন হিরো আলম, কী কান্ড ঘটালেন? গোটা বিশ্বে সঙ্গীত জগতে চর্চায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘মানিকে মাগে হিতে’ গানটি। শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভার কণ্ঠের এই গান তাবড় তাবড় সেলেবদের পছন্দের গানের তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। গানটি ইতিমধ্যেই তুমুলভাবে ভাইরাল ফেসবুক, ইনস্টাগ্রামে। আর গানটিই এত পছন্দ হয়েছে, যে নিজের কণ্ঠে গাওয়ার থেকে বিরত থাকতে পারেননি বাংলাদেশের হিরো আলম।
সম্প্রতি এই গানটির বাংলা ভাষায় গাওয়ার চেষ্টা করেছেন তিনি। সু্র এক রেখে, শব্দ পাল্টে গানটি নিজের মতো করে গাওয়ার চেষ্টাও করলেন। কিন্তু তিনি তুমুল ভাবে ব্যর্থ। কিন্তু সেই বেসুরো গানটিও উপভোগ করছেন অনেকে। এদিকে হিরো আলমের গানকে নিয়ে মশকরা করেছেন রুদ্রনীল।
আর ও পড়ুন ভবানীপুরে প্রথম প্রচারে নেমে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রুদ্রনীল। যার ক্যাপশনে লেখা, ‘মানিকে মাগে হিতে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’ যেখানে গানের দিদিমণি ইওহানি। আর ছাত্র হিরো আলম। পিয়ানো বাজিয়ে গাইছেন দিদিমণি। আর অন্যদিকে খালি গলায় গানটির কথা না বুজেই গাওয়ার চেষ্টা করছেন হিরো আলম। চেষ্টা দেখে খুশি হলেও দিদিমণি শেষপর্যন্ত হিরো আলমের গান শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়েন। এর পরেই বাংলায় গানটি গাইতে দেখা যায় হিরো আলমকে।
দেখা যায়, বেসুরো গানের জন্য প্রশিক্ষণ কেন্দ্রটিই বন্ধ হয়ে গেছে। ভিডিওটি রুদ্রনীলের বানান কি না, তা যদিও জানা যায়নি। কিন্তু নেট মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হতেই হাসতে হাসতে লুটোপুটি খেয়েছেন নেট নাগরিকেরা। কেউ লিখেছেন, ‘এবার আর গান গেয়ে ইউটিউবে ছাড়তে ভয় পাবেন ইওহানি।’ আবার একজন লিখেছেন, ‘ইওহানি নিশ্চয়ই হাত কামড়াচ্ছেন।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রুদ্রনীল। যার ক্যাপশনে লেখা, ‘মানিকে মাগে হিতে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’ যেখানে গানের দিদিমণি ইওহানি। আর ছাত্র হিরো আলম। পিয়ানো বাজিয়ে গাইছেন দিদিমণি। আর অন্যদিকে খালি গলায় গানটির কথা না বুজেই গাওয়ার চেষ্টা করছেন হিরো আলম। চেষ্টা দেখে খুশি হলেও দিদিমণি শেষপর্যন্ত হিরো আলমের গান শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়েন।
এর পরেই বাংলায় গানটি গাইতে দেখা যায় হিরো আলমকে। বেসুরো গানের জন্য প্রশিক্ষণ কেন্দ্রটিই বন্ধ হয়ে গেছে। ভিডিওটি রুদ্রনীলের বানান কি না, তা যদিও জানা যায়নি। কিন্তু নেট মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হতেই হাসতে হাসতে লুটোপুটি খেয়েছেন নেট নাগরিকেরা। কেউ লিখেছেন, ‘এবার আর গান গেয়ে ইউটিউবে ছাড়তে ভয় পাবেন ইওহানি।’ আবার একজন লিখেছেন, ‘ইওহানি নিশ্চয়ই হাত কামড়াচ্ছেন।