আলিপুরদুয়ার – আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের শিশাবাড়ি সরুগাঁও গ্রামে এক পূর্ণবয়স্ক চিতাবাঘ লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। সোমবার বিকেলে চিতাবাঘের হামলায় এক শিশুসহ মোট সাতজন জখম হন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে চিতাবাঘটি একটি শিশুকে কামড়ে ধরে। শিশুটিকে বাঁচাতে তার বাবা এগিয়ে আসেন, কিন্তু চিতাবাঘ শিশুটিকে ছেড়ে দিয়ে আশপাশের আরও কয়েকজনের উপর হামলা চালায়।
হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কোদাল ও লাঠি ব্যবহার করে চিতাবাঘটিকে ঘিরে ধরে পিটিয়ে মারেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুরো গ্রামে উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে জলপাইগুড়ি বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, আদালতের অনুমতি নিয়ে চিতাবাঘটির ময়নাতদন্ত করা হবে। জলপাইগুড়ি বনদপ্তরের ডিএফও ভি বিকাশ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















