আলিপুরদুয়ার – আলিপুরদুয়ারের লতাবাড়িতে সোমবার সন্ধ্যায় গুলি করে খুন করা হল দিল্লি ফেরত এক পরিযায়ী শ্রমিককে। নিহতের নাম সুভাষ কুজুর (৪০)। তিনি জমি নিয়ে বিবাদ সংক্রান্ত মামলার শুনানিতে যোগ দিতে বাড়ি এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে দুই দুষ্কৃতী সুভাষকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি সরাসরি মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবার অভিযোগ করেছে, জমি নিয়ে বিবাদের জেরে আত্মীয়রা সুপারি কিলার ভাড়া করে খুন করিয়েছে। সুভাষের স্ত্রীর দাবি, ওই আত্মীয়দেরই রাজনৈতিক প্রভাব রয়েছে এবং তাঁর স্বামীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগে অভিযুক্তদের মধ্যে একজন তৃণমূল কর্মী। তবে পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো রাজনৈতিক যোগ পাওয়া যায়নি।
খুনের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শঙ্কর সিনহা দাবি করেছেন, নিহত ব্যক্তি তাঁদের দলের কর্মী ছিলেন। এদিকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
