আলিপুরদুয়ার – দিনদুপুরে ঘরের ভেতর থেকে উধাও সাত মাসের শিশু! এমন ঘটনায় স্তম্ভিত আলিপুরদুয়ারের বাসিন্দারা। শুক্রবার বিকেলে সাউথ চেচাখাতা এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। প্রথমে মনে করা হয়েছিল, কেউ বাড়ির ভিতর থেকে শিশুটিকে চুরি করে নিয়ে গিয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ, চলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি। শিশুর পরিবারের অভিযোগও ছিল, এটি একটি পরিকল্পিত শিশুচুরি।
শিশুর বাবা জয়দীপ ঘোষ জানান, “শুক্রবার দুপুরে আমার বাবাকে খেতে দিয়ে স্ত্রী স্নানে যান। আমাদের সন্তান তখন ঘুমোচ্ছিল। কিছুক্ষণ পরেই স্ত্রী চিৎকার করে জানান, ঘরে শিশু নেই।” সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, রেলস্টেশনেও শুরু হয় নজরদারি। কিন্তু তল্লাশি সত্ত্বেও শিশুর কোনও খোঁজ মেলেনি।
এরপর শুক্রবার গভীর রাতে নাটকীয় মোড় নেয় ঘটনা। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুর মা নিজেই স্বীকার করেন, তিনিই নিজের সন্তানের গলা টিপে মেরে পাশের ঝোপে ফেলে দিয়েছেন। এরপর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করে শিশুটির দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
শিশুর মা কেন এমন নির্মম কাজ করলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রতিবেশীদের একাংশের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। পুলিশ ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে এবং মানসিক অবস্থার রিপোর্টের অপেক্ষায় রয়েছে।



















