হাতির হানা আলিপুরদুয়ার জেলায়, এলাকায় আতঙ্ক

হাতির হানা আলিপুরদুয়ার জেলায়, এলাকায় আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আলিপুরদুয়ার

হাতির হানা আলিপুরদুয়ার জেলায়, এলাকায় আতঙ্ক । আবারও হাতির হানা আলিপুরদুয়ার জেলার চেপানি হল্ট সংলগ্ন বাকলা স্কুল ডাঙ্গা এলাকায়। আচমকাই রাতের অন্ধকারে আলিপুরদুয়ার শামুকতলার চেপানি হল্ট সংলগ্ন বাকলা স্কুল ডাঙ্গা এলাকায় একটি বিশালাকার দাঁতাল হাতি হানা করে।

 

জানা যায়,  রাতের অন্ধকারে একটি বাড়ির ধানের গোলা থেকে ধান খাওয়ার দরুন হাটিতি ওই গ্রামে প্রবেশ  করে। ওই বাড়ির লোক হঠাৎই টের পায় এবং এলাকা বাসিদের জানায়। এরপরেই  এলাকার প্রতিটি স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং সাথে সাথে ওই হাতিটিকে তাড়াতে শুরু করে।  স্থানীয় সুত্রে খবর ওই হাতিটি  প্রায় ৩০ মিনিট ওই গ্রামেই তার দাপট খাটাতে লাগে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতির খবর মেলেনি।

 

এছাড়াও  স্থানীয় সুত্রে খবর,  প্রায় দিনিই এমন ভাবেই রাতের অন্ধকারে ওই গ্রামে প্রবেশ করে হাতি কখনোবা দল নিয়ে আবার কখনোবা একাই। প্রশাসনকে বহুবার জানাবার পরেও কোনো রকম সুরাহা মেলেনি এখনো। ফলে এলাকাবাসীদের মধ্যে জমছে ক্ষোভ।

 

আর ও পড়ুন    বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তৃণমূল পার্টি অফিস সহ পাঁচটি দোকান

 

উল্লেখ্য, হাতির হানা আলিপুরদুয়ার জেলায়, এলাকায় আতঙ্ক । আবারও হাতির হানা আলিপুরদুয়ার জেলার চেপানি হল্ট সংলগ্ন বাকলা স্কুল ডাঙ্গা এলাকায়। আচমকাই রাতের অন্ধকারে আলিপুরদুয়ার শামুকতলার চেপানি হল্ট সংলগ্ন বাকলা স্কুল ডাঙ্গা এলাকায় একটি বিশালাকার দাঁতাল হাতি হানা করে। জানা যায়,  রাতের অন্ধকারে একটি বাড়ির ধানের গোলা থেকে ধান খাওয়ার দরুন হাটিতি ওই গ্রামে প্রবেশ  করে। ওই বাড়ির লোক হঠাৎই টের পায় এবং এলাকা বাসিদের জানায়। এরপরেই  এলাকার প্রতিটি স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং সাথে সাথে ওই হাতিটিকে তাড়াতে শুরু করে।

 

স্থানীয় সুত্রে খবর ওই হাতিটি  প্রায় ৩০ মিনিট ওই গ্রামেই তার দাপট খাটাতে লাগে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতির খবর মেলেনি। এছাড়াও  স্থানীয় সুত্রে খবর,  প্রায় দিনিই এমন ভাবেই রাতের অন্ধকারে ওই গ্রামে প্রবেশ করে হাতি কখনোবা দল নিয়ে আবার কখনোবা একাই। প্রশাসনকে বহুবার জানাবার পরেও কোনো রকম সুরাহা মেলেনি এখনো। ফলে এলাকাবাসীদের মধ্যে জমছে ক্ষোভ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top