নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ৪অক্টোবর,২০২০: ফের হাতির তান্ডব ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭টি পরিবার। ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রাম ও তাসাটি চা বাগানের জিরকু লাইনে রবিবার ভোর রাতে হাতির দল তান্ডব চালিয়েছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ব্লকের বেংকান্দি গ্রামের রাজীব উরাও এর দোকান ও খাদি উরাও এর ঘরের ভেঙে তছনছ করে দিয়েছে হাতির দল। অপর দিকে তাসাটি চা বাগানের জিরকু লাইনের কৃষ্ণা টিগ্গার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে এবং বিনোদ উরাও, কিসান উরাও, জাহিন উরাও, মিনা উরাও এর ঘর ভেঙে দিয়েছে।পাশাপাশি ঘরে সঞ্চিত থাকা চাল আটা গম খেয়ে ফাঁকা করে দিয়ে জঙ্গলের দিকে ফিরে যায়। এদিন ক্ষতিগ্রস্ত কৃষ্ণা টিগ্গা জানিয়েছেন, প্রায় প্রতিনিয়ত হাতি আসে তবে অন্যান্য দিন জমির ধান খেয়ে চলে যায় তবে এদিন গ্রামের ভিতরে ঢুকে যেভাবে ক্ষতি করেছে তাতে আতঙ্কিত রয়েছেন তাঁরা।রবিবার ভোর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা।
আলিপুরদুয়ারে ফের হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার
আলিপুরদুয়ারে ফের হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram