আলুখেতে জমিতে এসে জালে আটকে গেল হরিণ

আলুখেতে জমিতে এসে জালে আটকে গেল হরিণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আলুখেতে

আলুখেতে জমিতে এসে জালে আটকে গেল হরিণ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের সাত নম্বর অঞ্চলের বেনাচাপড়া এলাকায় হরিণের তাণ্ডব থেকে আলুর জমি রক্ষার্থে লাগানো হয়েছিল নেট অর্থাৎ জাল।আলু খেতে এসে এবার সেই জালে আটকে গেল হরিণ।

 

হরিণটির সিং আটকে ছিল জালে, এরপর স্থানীয় গ্রামবাসীদের ও চাষীদের তৎপরতায় জালে আটকানো হরিণটিকে ছাড়িয়ে পুনরায় ছেড়ে দেওয়া হলো জঙ্গলে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে হরিণের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল একাধিক জমির আলু।

 

আর ও পড়ুন      নৌকায় ঝাঁপ মেরে মৎস‍্যজীবীকে তুলে নিয়ে গেল সুন্দরবনের বাঘ

 

স্থানীয় বাসিন্দারা তাদের আলু চাষ বাঁচানোর জন্য জমির চারপাশে জাল দিয়ে ঘিরে দিয়েছে।হাতির তাণ্ডবের পাশাপাশি ওই এলাকার জঙ্গলে থাকা হরিণের দল জঙ্গল থেকে বেরিয়ে এসে আলু চাষের জমিতে গিয়ে তাণ্ডব শুরু করেছে।তাই হরিণের দলের হাত থেকে আলু চাষ বাঁচানোর জন্য জাল দিয়ে জমি ঘিরে দিয়েছে চাষীরা। তবে গ্রামবাসীরা হরিণের কোন ক্ষতি করেনি।

 

তাই জালে একটি হরিণের সিং জড়িয়ে যাওয়ায় দ্রুত গ্রামবাসীরা হরিনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।ওই এলাকার গ্রামবাসীরা বিষয়টি বন বিভাগের আধিকারিক দের জানিয়েছেন।কিন্তু বন দফতর হরিণের পাল এর দিকে কোন নজর দেয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান।যেভাবে হরিণের দল জঙ্গল থেকে বেরিয়ে মাঠে এসে বিভিন্ন জমিতে গিয়ে ফসলের ক্ষতি করছে তাতে চিন্তায় পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

 

উল্লেখ্য, আলুখেতে জমিতে এসে জালে আটকে গেল হরিণ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের সাত নম্বর অঞ্চলের বেনাচাপড়া এলাকায় হরিণের তাণ্ডব থেকে আলুর জমি রক্ষার্থে লাগানো হয়েছিল নেট অর্থাৎ জাল।আলু খেতে এসে এবার সেই জালে আটকে গেল হরিণ। হরিণটির সিং আটকে ছিল জালে, এরপর স্থানীয় গ্রামবাসীদের ও চাষীদের তৎপরতায় জালে আটকানো হরিণটিকে ছাড়িয়ে পুনরায় ছেড়ে দেওয়া হলো জঙ্গলে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে হরিণের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল একাধিক জমির আলু।

 

স্থানীয় বাসিন্দারা তাদের আলু চাষ বাঁচানোর জন্য জমির চারপাশে জাল দিয়ে ঘিরে দিয়েছে।হাতির তাণ্ডবের পাশাপাশি ওই এলাকার জঙ্গলে থাকা হরিণের দল জঙ্গল থেকে বেরিয়ে এসে আলু চাষের জমিতে গিয়ে তাণ্ডব শুরু করেছে।তাই হরিণের দলের হাত থেকে আলু চাষ বাঁচানোর জন্য জাল দিয়ে জমি ঘিরে দিয়েছে চাষীরা। তবে গ্রামবাসীরা হরিণের কোন ক্ষতি করেনি।তাই জালে একটি হরিণের সিং জড়িয়ে যাওয়ায় দ্রুত গ্রামবাসীরা হরিনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।ওই এলাকার গ্রামবাসীরা বিষয়টি বন বিভাগের আধিকারিক দের জানিয়েছেন।কিন্তু বন দফতর হরিণের পাল এর দিকে কোন নজর দেয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান।যেভাবে হরিণের দল জঙ্গল থেকে বেরিয়ে মাঠে এসে বিভিন্ন জমিতে গিয়ে ফসলের ক্ষতি করছে তাতে চিন্তায় পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top