আলোকসজ্জার এক অভিনব রূপ

আলোকসজ্জার এক অভিনব রূপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯ নভেম্বর, গত কয়েকবছরে পুজোর সাজে এসেছে নতুনত্ব। পুজো প্যান্ডেলের সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আলোর সাজ। নানান রঙের আলোয় আমরা নিজেদের জীবনকে আরও রঙিন করে তুলতে সোজা বেড়িয়ে পরি প্যান্ডেলে প্যান্ডেলে। দুর্গাপূজা, কালীপূজা, জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল, আলোর বিচিত্রতার মাধ্যমে আরও নতুনত্বের ধাঁচ দিয়ে থাকে। বিশেষ করে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা প্রধানত লাইটিং এর জন্যই বিখ্যাত।

সম্প্রতি এক উৎসবে চিন সেজে উঠেছিল আলোর জোৎস্নায়। তবে সেই সাজ প্রদর্শিত করা হচ্ছে ড্রোনের সাহায্যে। ড্রোনের সাহায্যে আকাশে ভেসে উঠছে নানান চিত্র, কোথাও আকাশে উড়ছে প্রজাপতি, কোথাও টেডিবিয়ারের চিত্র, কোথাও মানুষের আকৃতির আলোক চিত্র। সকলেই মন ভোরে তা দেখতে ব্যস্ত। শুধু চিন নয়, চিন ছাড়াও বহু দেশে ড্রোনের সাহায্যে লাইটিং করা হয়।  ভবিষ্যতে আমরাও হয়তো ড্রোনের সাহায্যে এরূপ লাইটিং আমাদের দেশেও দেখতে পাব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top