নিজস্ব সংবাদদাতা, কলকাতা,১৬ ই জুন :আলোচনায় বসতে রাজি জুনিয়র ডাক্তাররা।সমস্ত রকম ন্যাশানাল থেকে স্থানিয় মিডিয়ার ক্যামেরার সামনে আলোচনায় বসতে হবে। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের জন্য ও মিডিয়ার জন্য পযাপ্ত জায়্গা রাখতে হবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর সংঙ্গে যেকোন জায়গায় আলোচনায় বসতে রাজি। জনগনের কাছে ডাক্তারদের সমন্ধে নেতীবাচক মেসেজ যাচ্ছে এই নিয়ে ডাক্তার রা খুব উদ্বিগ্ন।