আলোরানীর নাগরিকত্ব নিয়ে উঠলো প্রশ্ন

আলোরানীর নাগরিকত্ব নিয়ে উঠলো প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আলোরানীর

আলোরানীর নাগরিকত্ব নিয়ে উঠলো প্রশ্ন । আলো রানী সরকার বাংলাদেশি কিনা বিচার হচ্ছে স্বপন বাবু সার্টিফিকেট এর বিচার হবে না?এই নিয়ে প্রশ্ন তোলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ।
খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী।

 

গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলো রানী মজুমদার।তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।পরবর্তীতে আলো রানী সরকার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন৷ সম্প্রতি তৃণমূলই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

 

“বাংলাদেশের ভোটার লিস্ট আলোরানী সরকারের নাম রয়েছে, তাই আলোরানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেননা।জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ।এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ বলেন”আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে।আলো রানী সরকার আগে বিজেপির প্রার্থী ছিলেন পরে তৃণমূলের প্রার্থী হয়েছেন।তিনি বাংলাদেশি না ভারতীয় সেটা বিচার্য বিষয়।মহামান্য আদালতের বিষয়।

 

কিন্তু তিনি যার বিরুদ্ধে হেরেছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি স্বপন মজুমদার।স্বপন বাবু এইট পাস জাল সার্টিফিকেট দেখিয়ে ভোটে দাড়িয়ে ছিলেন।মহামান্য আদালত ওনার ওই সার্টিফিকেটের তদন্ত করে দেখুক অনুরোধ রইল।আলো রানী সরকার বাংলাদেশি কিনা বিচার হচ্ছে, স্বপন বাবুর সার্টিফিকেটের বিচার হবে না?এই নিয়ে প্রশ্ন তোলেন গোপাল শেঠ।

 

আর ও পড়ুন    অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ আলিয়া ইউনিভার্সিটি পড়ুয়াদের

 

বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলো রানী সরকারের ইলেকশন পিটিশন খারিজ। ভারতীয় নাগরিক হিসাবে দাবি করতে পারেন না আলো রানী সরকার কলকাতা হাইকোর্টের। আদালতে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আলো রানী সরকারের নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে।সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য আলো রানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না।

 

আলোরানী সরকারের নাগরিকত্ব বিষয়ে গোটা দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে দাবি কলকাতা হাইকোর্টের।অপরদিকে আজ কাঁচরাপাড়ার বাড়ি থেকে আলোরানী সরকার বলেন ডিভিশন বেঞ্চে যাচ্ছি সময় কথা বলবে জিতছি এই মামলায়। আমি ডিভিশন বেঞ্চে যাব সপ্রমাণ দিতেও প্রস্তুত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top