নিজস্ব সংবাদদাতা, বীরভূম:- স্টাফ স্পেশাল ট্রেনে রেল কর্মীদের নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় এক রেলকর্মী নিখোঁজ। জানা যায় নিখোঁজ ওই রেলকর্মীর মৃতদেহ পড়ে রয়েছে বীরভূম ও বর্ধমানের মধ্যবর্তী এলাকায় অজয় নদের উপর থাকা ভেদিয়া রেল ব্রিজ থেকে কয়েক ফুট নীচে নদীর জলে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ ভেদিয়া রেল ব্রিজের কাছে। রেল সূত্রে জানা গিয়েছে, স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে মৃত রেলকর্মীর নাম দেবীপ্রসাদ গাঙ্গুলী। এদিন ওই স্টাফ স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে রামপুরহাট যাচ্ছিল। যাওয়ার সময় ভেদিয়া রেল ব্রিজ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ ট্রেনের মধ্যে দেবীপ্রসাদ গাঙ্গুলীকে দেখতে না পাওয়া যাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন ওই স্টাফ স্পেশাল ট্রেনে থাকা রেলকর্মীরা। ট্রেনটিকে আবার পিছিয়ে নিয়ে আসা হয়। তার পরেই দেখা যায় ওই রেল কর্মীর মৃতদেহ পড়ে রয়েছে ব্রিজ থেকে কয়েক ফুট নিচে অজয় নদের মাঝে। ঘটনার খবর পেয়ে পরে দমকল বাহিনীর কর্মীরা এসে ওই রেলকর্মীর মৃতদেহ উদ্ধার করেন।