করোনার কারণে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। সাধারণ মানুষ ঘরবন্দী ছিলেন বহু মাস। কিন্তু সেই সময় ঘরবন্দী থাকতে পারেন নি প্রশাশনের কর্তারা। ছিল না তাঁদের কোন ছুটি। সেই সময় দিনরাত এক করে মানুষের সেবায় নিযুক্ত করতে হয়ছে তাঁদেরকে। সেই রকম ভাবেই কাজ করে গেছেন রিসার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার অফ পুলিশ আই পি এস সুখেন্দু হিরা।

সকলস্তরের মানুষের পাশে থাকার অসামান্য অবদান এবং মানবতাবাদী কাজের জন্য আশ্রয় সোশ্যাল অয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক ও সাইন টিভির মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয়ের পক্ষ থেকে আই পি এস সুখেন্দু হিরাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এই সংবর্ধনা পাওয়ার পর অনুভুতি এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।