বাগদা বনগাঁ রাজ্য সড়কের আষাঢ়ু ব্রীজ বন্ধ থাকবে । বাগদা বনগাঁ রাজ্য সড়কের আষাঢ়ু ব্রীজের ওয়েট টেস্টের কারণে আজ রাত ১২ টা থেকে ৩০ তারিখ সকাল ৬ পর্যন্ত বন্ধ থাকবে যান ও সাধারণ মানুষের চলাচল। চরম ভোগান্তির শিকার হতে হবে দাবি সাধারণ মানুষের ।
উত্তর ২৪ পরগনা বাগদা ব্লক ও বনগাঁ ব্লকের মধ্যে সংযোগকারী বাগদা বনগাঁ রাজ্য সড়কের উপরে কোদালিয়া নদীর উপরে আষাঢ়ু ব্রীজের সংস্কার হয়েছিল ২০২০ সালে । সংস্কারের পরে ব্রিজ এর অবস্থান কি আছে তা জানতে প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকেলে বাগদা বিডিও অফিসে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক হয় ।
সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার রাত ১২ টা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে যান ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করে করে টেস্ট করা হবে ।
আর ও পড়ুন নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা
ফলে বাগদা ব্লক থেকে বনগাঁ হাসপাতাল , মহাকুমা শাসকের দপ্তর সহ একাধিক দপ্তরে যাওয়ার জন্য ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে । হঠাৎ করে ব্রিজ বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষের তেমনি দাবি বাগদা এবং বনগাঁ ব্লকের বাসিন্দাদের ।
এই বিষয়ে আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি বিশ্বাস জানিয়েছেন প্রশাসনের নির্দেশ অনুসারে আমরা জনসাধারণের জ্ঞাতার্থে প্রচার চালাচ্ছি । হঠাৎ ব্রিজ বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের সমস্যা হবে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে বাগদা ব্লকের সমস্ত সাধারণ মানুষ যাতায়াত করে ফলে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে ওয়েট টেস্ট জরুরি । সমস্যা হবে কিন্তু তা মেনে নিতে হবে বৃহত্তর স্বার্থে ।