নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৯ ই আগস্ট :কুয়োতে পড়ে মৃত্যু এক যুবকের! ঘটনাটি ঘটে হিরাপুর থানার অধীনে হোমিওপ্যাথিক কলেজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর গত দুদিন আগে সুরেশ বার্নওয়াল এর বাবা মা বাইরে গিয়েছিল। সুরেশ এর বাবা মা ফোন করলে ফোন তুলছে না সেই ভাবে একটা মনে আশংকা হয়। বৃহস্পতিবার সুরেশ এর বাবা মা এসে খোঁজাখুঁজি করার পর।
জল তোলার জন্য কুয়োত বালতি নামানোর সময় বালতিটা লেগে যাওয়ার ফলে বুঝতে পারে। সুরেশের বাড়ির লোক তড়িঘড়ি হীরাপুর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল খতিয়ে দেখে। ঘটনাস্থলে দোমকলের লোকেরা পচা এবং গলা দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রের অনুমান গত দুদিনের ঘটনা মনে হয় তাই পচা দুর্গন্ধ বের হয়।
ঐ দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। কিভাবে ঘটলো এই ঘটনাটি তা খতিয়ে দেখছে হিরাপুর থানার পুলিশ।