আসানসোল – আসানসোলের মরিচকোটা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে রবিবার সকালে হঠাৎ ধস নামায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধসের ফলে রাস্তার মাঝখানে বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যান চলাচলে মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসের ঘটনাস্থল দ্রুত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তার কারণে একটি লেন আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা, এবং রাস্তা মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
ধসের কারণ নিয়ে এখনও সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভূগর্ভস্থ নালা বা পাইপলাইনের সমস্যার জেরেই মাটি ধসে পড়েছে। বিশেষজ্ঞ দলকে এনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই রাস্তায় ফাটল দেখা যাচ্ছিল। বারবার জানানো সত্ত্বেও কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এই ধস সেই আশঙ্কাকেই সত্যি করে দিল বলে মনে করছেন এলাকাবাসী।
