নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৩ জুলাই :- সোমবার আসানসোলের শ্রমিক নেতা রাজু আলু আলিয়ার নেত্বৃত্যে বাস ও অটোর যাত্রীদের মাক্স বিতরন করা হয়।আসানসোল রবীন্দ্র ভবন এলাকায় আগত বাস, মিনিবাস, ও অটোরিকশার যাত্রী, চালক ও খালাসিদের মধ্যে সচেতনতা বাড়ানো ও যাদের কাছে মাক্স নেই ,তাদেরকে মাক্স বিতরন করা হয়।এদিন রাজু আলু আলিয়া বলেন,বর্তমান পরিস্হিতিতে করোনা মোকাবিলার জন্য প্রশাসন বার বার মাক্স পরে বাইরে বের হতে বলছেন।তাই সচেতনতা বাড়াতে আইএনটিটিইউসির পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ও মাক্স বিতরন করা হচ্ছে।
আসানসোল সিটি বাস স্ট্যান্ড ও বিভিন্ন জায়গায় অটোচালক বাস চালকদের মাস্ক বিতরণ করা হয়
আসানসোল সিটি বাস স্ট্যান্ড ও বিভিন্ন জায়গায় অটোচালক বাস চালকদের মাস্ক বিতরণ করা হয়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram