কাশ্মীরের শ্রীনগরের কাছে একটি পুলিশ বাস লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় মারা গেলেন তিন জন পুলিশ কর্মী। আহত আরও ১৪ জন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধেবেলা এই ঘটনা হয়েছে শ্রীনগরের উপকণ্ঠে জিওয়ানে। সেখানে প্রচুর পুলিশ এবং সেনা ঘাঁটি রয়েছে। উচ্চ নিরাপত্তাযুক্ত এই জিওয়ানেরই পান্থ চকে পুলিশ বাস লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছোড়ে জঙ্গিরা।
উল্লেখ্য, দিন দুই আগেই কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলার শিকার হন পুলিশ কর্মীরা। ১০ ডিসেম্বর বান্দিপোরার গুলশন চকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। গুরুতর আহত হন দুই জন। সাম্প্রতিক অতীতে কাশ্মীরে বারবার হামলার শিকার হয়েছেন সেখানকার সংখ্যালঘুরা এবং ভিন রাজ্য থেকে আসা কর্মীরা। শ্রীনগরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক কাশ্মীরি পণ্ডিত ব্যবসায়ী। জঙ্গিদের নিশানায় প্রাণ দিয়েছেন গরিব দোকানি, হকাররা। ভিন রাজ্য থেকে এসেছিলেন তাঁরা।
সেই ঘটনার পর এদিন ভর সন্ধায় জঙ্গি হামলায় কেঁপে উঠল শ্রীনগর। পুলিশ বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। শ্রীনগরের পান্থাচকের জেওয়াল এলাকাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত আরও ১১ জন পুলিশ কর্মী। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহত সমস্ত পুলিশ আধিকারিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার সঙ্গে অনেকেই পুলওয়ামার মিল পাচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা।
আর ও পড়ুন বক্সার জঙ্গলে খোঁজ মিললো রয়েল বেঙ্গল টাইগারের
জানা গিয়েছে, ওই বাসে জম্মু এবং কাশ্মীর আর্মড পুলিশের নাইনথ ব্যাটালিয়ানের জওয়ানরা ছিলেন। হঠাত করেই এই হামলার ঘটনা ঘটেছে। ফলে জঙ্গিদের উপর প্রত্যাঘাত করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। সন্ধায় এই ঘটনার পরেই এলাকা ছাড়ে জঙ্গিরা। কতজন জঙ্গি সেখানে ছিল তা এখনও কিছু স্পষ্ট ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা। অন্যদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গোটা এলাকা ঘিরে করে দেওয়া হয়েছে।
গোটা শ্রীনগর জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। সতর্ক করা হয়েছে বাহিনীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরেই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যে, শ্রীনগরের পান্থা চক জেওয়ানে হঠাত করে পুলিশ বাস টার্গেট করে জঙ্গিরা। বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালায়। আর এই হামলায় ১৪ জন গুরুতর জখম হয়েছে বলে দাবি পুলিশের।
উল্লেখ্য,কাশ্মীরের শ্রীনগরের কাছে একটি পুলিশ বাস লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় মারা গেলেন তিন জন পুলিশ কর্মী। আহত আরও ১৪ জন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধেবেলা এই ঘটনা হয়েছে শ্রীনগরের উপকণ্ঠে জিওয়ানে। সেখানে প্রচুর পুলিশ এবং সেনা ঘাঁটি রয়েছে।
উচ্চ নিরাপত্তাযুক্ত এই জিওয়ানেরই পান্থ চকে পুলিশ বাস লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছোড়ে জঙ্গিরা। দিন দুই আগেই কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলার শিকার হন পুলিশ কর্মীরা। ১০ ডিসেম্বর বান্দিপোরার গুলশন চকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। গুরুতর আহত হন দুই জন। সাম্প্রতিক অতীতে কাশ্মীরে বারবার হামলার শিকার হয়েছেন সেখানকার সংখ্যালঘুরা এবং ভিন রাজ্য থেকে আসা কর্মীরা। শ্রীনগরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক কাশ্মীরি পণ্ডিত ব্যবসায়ী। জঙ্গিদের নিশানায় প্রাণ দিয়েছেন গরিব দোকানি, হকাররা। ভিন রাজ্য থেকে এসেছিলেন তাঁরা।