পথ দুর্ঘটনায় আহত আই.জি. নর্থ বেঙ্গল,এস পি ট্রাফিকসহ তিনজন। শুক্রবার দূর্ঘটনার কবলে পড়েছিল আই.জি. নর্থ বেঙ্গলের গাড়ি। আহত হয়েছেন আই.জি. দেবেন্দ্র প্রতাপ সিং-সহ জলপাইগুড়ির এস পি ট্রাফিক অবধেশ পাঠক ও তার গাড়ির চালক হরিলাল বারুই। আহত আই.জি. ও এস.পি. দুজনকেই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তী করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশীল। ঘাতক গাড়ির চালক পলাতক। দুর্ঘটনাটি ঘটে ডামডিমের কাছে ৩১নং জাতীয় সড়কে। একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আই.জি’র গাড়ির। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান মাল মহকুমা এসডিপিও রবীন থাপা, মাল থানার আই.সি. সুজিত লামাসহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
আরও পড়ুন – চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নিহত ৫০
দ্রুত তাদের উদ্ধার করে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা যায়, এদিন সকালে আই.জি. ডি.পি. সিং বিশেষ কাজে তার গাড়িতে আলিপুরদুয়ার অভিমুখে যাচ্ছিলেন। ডামডিমের কাছে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে আই.জি. এর গাড়িকে ধাক্কা মারে। এতেই আই.জি. এর গাড়িটি রাস্তার পাশে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
আহত হন গাড়ির সওয়ারি তিন জনই। দ্রুত চালককে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের আনা হয়। সেখান থেকে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছে সকলের চিকিৎসা চলছে। মাল থানা সুত্রের খবর, ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে, চালক পলাতক।