আহত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে মন্ত্রী তাজমুল হোসেন। আহত তৃণমূল নেতার সঙ্গে হাসপাতলে দেখা করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মর্জিনা খাতুন। এদিন হাসপাতালে দেখা করে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মন্ত্রী।পাশাপাশি হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন মন্ত্রী তজমুল হোসেন।
দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন মন্ত্রী। উল্লেখ্য,গত মঙ্গলবার জমি নিয়ে বিবাদের জেরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের হরদমনগরের বাসিন্দা তথা তৃনমূল কর্মী রাম চন্দ্র দাসকে হাঁসুয়া দিয়ে কোপ মেরে খুনের চেষ্টা করার অভিযোগ উঠে স্থানীয় কংগ্রেস কর্মী শংকর দাসের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সেই কোপ এসে পড়ে তার হাতে। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা উদ্ধার করে সর্ব প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে এবং পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন – শিলিগুড়িতে ভাইফোটার বাজারে শাকসবজি ,মাছ মাংসের অগ্নিমূল্য
এরপর রাম চন্দ্র দাসের ছেলে সৌভিক দাস হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত শংকর দাস সহ ১১ জনের নামে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার
আহত তৃণমূল নেতাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে দেখা করতে যায় রাজ্যের প্রতি মন্ত্রী তাজমুল হোসেন। এদিন মন্ত্রীর সাথে হাসপাতালে যান জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষা মর্জিনা খাতুন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন আহত তৃণমূল নেতার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানান রাজ্যের প্রতি মন্ত্রী তজমুল হোসেন।