রাঘুনাথগঞ্জ থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে আহিরণ ক্যানেলের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় l মৃত ব্যক্তির নাম শাম্মি খলিফা (৪৫) l বাড়ি ধুলিয়ান থানার মোমরেজপুরে l পরিবার সূত্রে দাবি শাম্মি খলিফা মানসিক ভারসাম্যহীন ছিলেন l তিনি গত ৭দিন ধরে নিখোঁজ ছিলেন l ধুলিয়ান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় l