ইংরেজবাজারে ধুমধাম করে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী

ইংরেজবাজারে ধুমধাম করে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইংরেজবাজারে ধুমধাম করে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। দুই বছর পর করোনা পরিস্থিতি কাটিয়ে অবশেষে ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দির পক্ষ থেকে শুক্রবার সকালে হনুমান জয়ন্তীর আয়োজন করা হল। এই উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হলো। দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়।

আরও পড়ুন – পেইন ম্যানেজমেন্ট নিয়ে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

 

এই প্রসঙ্গে, দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়িত প্রভুজি মিশ্রা জানান করোনা প্রভাবর জন্য দু বছর আমাদের হনুমান জয়ন্তি তেমন ভাবে পালন হয়নি। তবে এবার বাবার কৃপায় করোনার প্রকোপ নেই বললেই চলে। তাই এবার আমরা সকল ভক্তরা ধুমধাম করে এই হনুমান জয়ন্তী উৎসব পালন করছে। শুক্র ,শনি ,রবি,তিন দিন এই হনুমান জয়ন্তী উৎসব আমাদের চলে। আমাদের আজকে আড়াইশো মহিলারা ছোট-বড় সকলেই তারা মাথায় কলসি নিয়ে কলস যাত্রা সামিল হয়। ১৪ তারিখে বৃহস্পতিবার মহিলারা মাথায় কলসি নিয়ে শোভাযাত্রা সকালে বের হয় তারপর রাত্রি ৮ ঘটিকায় হনুমান জি মহারাজের অভিষেক হবে ।

 

১৫ তারিখে শুক্রবার সকাল ন’টায় হইতে ২৪ ঘন্টা ব্যাপী অখন্ড রামায়ণ পাঠ এবং অখন্ড জ্যোতি প্রচলন হবে ।১৬ তারিখে শনিবার সকাল আটটা হইতে রাত্রি নটা পর্যন্ত সোয়া মনি পুজন, এবং সকাল ১১ টায় মহাআরতির পরে মহাপ্রসাদ গ্রহণ, দুপুর দুটো পর্যন্ত । সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট থেকে ভজন কীর্তন ও আরতী। আরও জানা গেছে হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে প্রতিবারই এক থেকে দুই জন ভক্ত ১০১ কেজি লাড্ডু দিয়ে থাকে। তবে এবার ৬ জন ভক্ত ১০১কেজি লাড্ডু দেবেন। ইংরেজবাজারে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top