মালদার ইংরেজবাজার পুরসভায় চালু হল ‘ওয়েলকাম জুস’!

মালদার ইংরেজবাজার পুরসভায় চালু হল ‘ওয়েলকাম জুস’!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদার ইংরেজবাজার পুরসভায় চালু হল ‘ওয়েলকাম জুস’! মালদার সদর শহর ইংরেজবাজার পুরসভায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নির্দেশে চালু হল ‘ওয়েলকাম জুস’। কিন্তু কি এই বিশেষ পানীয়?সূত্রের খবরে জানা গিয়েছে,পুরসভা সংক্রান্ত যে কোন বিষয়ে পুরবাসী যদি পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সাথে দেখা করতে আসেন তবে সেই পুরবাসীকে স্বাগত জানানো হবে এবং দেওয়া হবে ‘আমপানা’।এই আমপানা হল কাঁচা আমের সরবত।

 

এছাড়াও, কারোর যদি আমের সরবতে আপত্তি থাকে তাহলেও বিকল্প ব্যবস্থা হিসেবে রয়েছে ‘ওরেঞ্জ জুস’। কিন্তু কেন হঠাৎ এই অভিনব ভাবনা। সে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দুবাবু জানান, পুরবাসীকে স্বাচ্ছন্দ্যে রাখা তাঁর দায়িত্ব। তারা সমস্যায় পড়েছেন বলেই পুরদপ্তরে ছুটে এসেছেন। তিনি আরো বলেন,” কার্যত পুরদপ্তর সুষ্ঠভাবে পরিচালনা করতে সহযোগিতা করছেন পুরবাসী।

 

তাই তাকে এই ‘ওয়েলকাম জুস ’ দিয়ে সম্মান জানানো হচ্ছে।” এছাড়াও, তিনি জানান যে শুধু তাদের নয় অন্য দপ্তরের আধিকারিকের সহ ব্যবসায়ী সংগঠন এমনকি বিরোধী রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী সমর্থকেরাও তার সাথে দেখা করতে পুরসভাতে এলে তাদেরকেও ‘আমপানা’দিয়ে আপ্যয়ন করা হবে। প্রসঙ্গত, মালদহ বিখ্যাত আমের জন্য।আর এই আমকে প্রক্রিয়াকরণ করেই তৈরী হয় ‘আমপানা’। তাছাড়া,গরমের সময় এই ‘আমপানা’শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর।তাই, পুরসভার এমন উদ্যোগে আমের প্রক্রিয়াজাত সামগ্রীরও চাহিদা বাড়বে বাজারে বলেই মনে করেন কৃষ্ণেন্দুবাবু।

আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!

উল্লেখ্য, মালদার ইংরেজবাজার পুরসভায় চালু হল ‘ওয়েলকাম জুস’! মালদার সদর শহর ইংরেজবাজার পুরসভায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নির্দেশে চালু হল ‘ওয়েলকাম জুস’। কিন্তু কি এই বিশেষ পানীয়?সূত্রের খবরে জানা গিয়েছে,পুরসভা সংক্রান্ত যে কোন বিষয়ে পুরবাসী যদি পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সাথে দেখা করতে আসেন তবে সেই পুরবাসীকে স্বাগত জানানো হবে এবং দেওয়া হবে ‘আমপানা’।এই আমপানা হল কাঁচা আমের সরবত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top