নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১ জানুয়ারি, আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন, আর সে কারণেই মা তারার মন্দিরে মায়ের দর্শন লাভের জন্য হাজার হাজার ভক্তের ভিড়। সকাল থেকেই মন্দির চত্বরে লম্বা লাইন। এদিন ভক্তদের উদ্দেশ্যে সারাদিন খোলা থাকবে মন্দির।
দূরদূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা এসেছে তাদের অনেকেই জানাচ্ছেন প্রত্যেক বছর ইংরেজি বা বাংলা নববর্ষের প্রথম দিনেই মা তারার মন্দির আসেন তারা। কারণ মাকে পুজো দিয়ে সারা বছরটা যেন ভালো যায়, এবং এর লাভবান তারা।পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি রাখা হয়েছে মন্দির চত্বরে। কোনভাবেই যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সদাসতর্ক বীরভূম পুলিশ।