পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিলেন সাঁতারে। মাত্র ২১ বছর বয়সে তিনি জয় করলেন ইংলিশ চ্যানেল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ আফরিন এই ঐতিহাসিক কীর্তি গড়েন। খবর মেদিনীপুরে পৌঁছাতেই গোটা এলাকায় আনন্দের জোয়ার বয়ে যায়। জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা—জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক সুজয় হাজরা এবং মেদিনীপুর পুরপ্রধান সৌমেন খান—আফরিনকে আন্তরিক শুভেচ্ছা জানান।
পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ জানান, আফরিন মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার শুরু করেন। উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ় পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার জলপথ তিনি অতিক্রম করেন মাত্র ১৩ ঘণ্টা ৪৫ মিনিটে। এই অসাধারণ সাফল্যে গর্বিত তার পরিবার এবং মেদিনীপুর কলেজ, যেখানে আফরিন বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রশাসন ও স্থানীয় মানুষজনের মতে, এই সাফল্য গোটা জেলার জন্য এক গর্বের মুহূর্ত।
