ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের চোটে উদ্বেগ বাড়ল ভারতীয় শিবিরে। তবে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় পেসারদের ছন্দ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহালিকে। তবে প্রথম দু’দিন অশ্বিনের মাঠে না থাকা নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রস্তুতি ম্যাচে দেখা গেল না ভারতীয় অফ স্পিনারকে।
প্রথম টেস্টে চোটের কারণে নেই দুই ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং জশপ্রীত বুমরা। ভুবি এবং বুমরার অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে কোহালি চেয়েছিলেন তাঁর পেস বোলারদের যতটা সম্ভব ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে। সেই কারণেই এসেক্সের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজাকে দিয়ে ২ ওভারের বেশি বল করাননি তিনি। পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদবের বোলিং সন্তুষ্ট করতে পারে ভারত অধিনায়ককে। দুটি করে উইকেট পান উমেশ এবং ইশান্ত। উইকেট না পেলেও ভাল বল করেন হার্দিক পান্ডিয়া। প্রস্তুতি ম্যাচে আশা জাগাতে ব্যর্থ মহম্মদ শামি। ১৪ ওভার বল করে কোনও উইকেট পাননি তিনি। রান দিয়েছেন ৫৯।