খেলা – রবিবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলকে চমকে দিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। এদিন তিনি ৫টি মূল্যবান উইকেট দখল করে একাধিক নজির গড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চবার ৫ উইকেট নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি—যা আগে কোনো ভারতীয় বোলার করতে পারেননি।
এই পারফরম্যান্সের সুবাদে বুমরাহ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে—যা ক্রিকেটবিশ্বে SENA দেশ নামে পরিচিত—প্রথম এশিয়ান বোলার হিসেবে ১৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। এই কৃতিত্বে তিনি পেছনে ফেললেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রমকে, যার ঝুলিতে ছিল ১৪৬টি উইকেট।
ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন বুমরাহ—এটাই তার তৃতীয়বার। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ যখন হ্যারি ব্রুক ও ওলি পোপের ব্যাটে আক্রমণাত্মক, তখন একমাত্র বুমরাহ-ই ছিলেন ভারতীয় বোলিংয়ের ভরসা। তাঁর সুইং ও গতি মিশ্রিত ডেলিভারি একের পর এক ইংল্যান্ড ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে।
এই পারফরম্যান্সের পর প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি মন্তব্য করেন, “বুমরাহর উচিত সিরিজের সব টেস্টেই খেলা। তাহলে ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়বে।” তবে কোচ গৌতম গম্ভীর এবং বুমরাহ আগে থেকেই জানিয়ে রেখেছেন, তিনি এই সিরিজে তিনটির বেশি টেস্ট খেলবেন না। কারণ, শারীরিক ফিটনেস রক্ষার বিষয়টি তাঁরা প্রাধান্য দিচ্ছেন।
উল্লেখ্য, অতীতে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বুমরাহ। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।
বর্তমানে ভারত ইংল্যান্ডের চেয়ে ৯৬ রানে এগিয়ে। ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৯০। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৭৫ বলে ৪৭ রান) ও শুভমন গিল (১০ বলে ৬ রান)। চতুর্থ দিনের খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩:৩০টেয়।
