ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ, ঘোষণা মমতার

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ, ঘোষণা মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ, ঘোষণা মমতার। সম্প্রতি ইউক্রেন থেকে কোনওমতে প্রাণ হাতে করে দেশে ফিরেছেন বহু ভারতীয়। তার মধ্যে এক বড় অংশই ডাক্তারি পড়ুয়ারা। তাদের কাছেই জানা গেছে নিজের দেশে সুযোগ না পেয়ে NEET পরীক্ষায় উত্তীর্ণরা খুব কম খরচে পড়াশুনা সারতে ইউক্রেনে গিয়েছিলেন। কিন্তু,বর্তমানে এক অনশ্চিত ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে কোন ও কূল কিনারা ঠিক করতে পারছেন না তারা।

আর ও  পড়ুন      নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা

আর এবার তাদের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই যাতে তাঁদের কেরিয়ারের কোনও ক্ষতি না হয়,তার জন্যই বেশ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,বুধবার ইউক্রেন ফেরত পড়ুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা সবিস্তারে জানান। আর এরপরই আসে মুখ্যমন্ত্রীর ঘোষণা , ”ইন্টার্নদের জন্য আমরা এখানে সরকারি কলেজে কাজ করার সুযোগ করে দেব। তাঁদের স্টাইপেন্ডও দেব। একটা কাউন্সেলিং হবে।

 

তার ভিত্তিতে সুযোগ পাবেন সকলেই।” এছাড়াও তিনি জানান, ” প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য নতুন করে পড়ার সুযোগ করে দেওয়া হবে। এছাড়াও, বেসরকারি কলেজগুলিতে তাঁদের পড়ার সুযোগ মিলবে ও স্কলারশিপের সুযোগও করে দেওয়া হবে সরকারি তরফে বলে জানান মুখ্যমন্ত্রী। সূত্রের খবরে আরো জানা গেছে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দাঁড়িয়ে রাজ্যের সব ইউক্রেন ফেরত পড়ুয়াদের মুখ্যমন্ত্রী বলেন, ”দেশের মাটি সবচেয়ে ভালো।

 

দেশের মাটি সবচেয়ে খাঁটি।” এরপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ”চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বর্ষের জন্য আমি মেডিক্যাল কাউন্সিলকে লিখব, যাতে তারা এখানে ইন্টার্নশিপ করতে পারে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কেউ যদি নতুন করে শুরু করতে চাও, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেব।

 

দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্যও এই সুযোগ থাকবে। মেডিক্যাল কমিশনে চিঠি লিখব। তারা অনুমোদন দিলেই বেসরকারি কলেজগুলোতে পড়ার ব্যাবস্থা করতে পারি। সরকারি আর্থিক রেটেই তাঁরা পড়ার সুযোগ পাবেন। স্কলারশিপের ব্যবস্থা করবে সরকার। অর্ধেক টাকা দেবে সরকার। বাকি অর্ধেক CSR পদ্ধতিতে দেবে কলেজ কর্তৃপক্ষ।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top