ভারতে নাশকতা ছড়াতে নতুন করে এক ইউনিট গড়েছে দাউদ

ভারতে নাশকতা ছড়াতে নতুন করে এক ইউনিট গড়েছে দাউদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ইউনিট

ভারতে নাশকতা ছড়াতে নতুন করে এক ইউনিট গড়েছে দাউদ । ভারতে নাশকতা ছড়াতে নতুন করে এক ইউনিট গড়েছে আন্দারওয়র্ল্ড ডন দাউদ ইব্রাহিম। দেশের রাজনৈতিক নেতা, নামী ব্যবসায়ী, শিল্পপতিরা রয়েছেন নিশানায়, জানাল জাতীয় তদন্তকারী সংস্থা ।

 

এক এফআইআর-এর মাধ্যমে জানা গেল, নতুন স্পেশ্যাল ইউনিটকে সঙ্গে নিয়ে বিস্ফোরক এবং ভয়ানক সব অস্ত্র দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষছে দাউদ। এনআইএ এও জানিয়েছে, কুখ্যাত ডনের প্রধান লক্ষ্য দিল্লি এবং নিজের ‘বড়’ হয়ে ওঠার শহর মুম্বই।

 

সন্ত্রাসের লক্ষ্যে দেশে বেআইনি ভাবে পয়সা ছড়ানোর মামলায় সম্প্রতি একটি মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । মুম্বই এবং বিভিন্ন জায়গায় দাউদের পরিচিত মহলের বাড়ি, অফিসে হানা দেন ইডি-র আধিকারিকরা। তল্লাশি চালানো হয় দাউদের বোনের বাড়িতেও।

 

আর ও পড়ুন    সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার 

 

জানা গেছে ডনের ভাই ইকবাল কাসকার, তার সহযোগী এবং অন্যান্য গ্যাং সদস্যদের জেরা করবে ইডি। গত শুক্রবার ইকবাল কাসকারকে হেফাজতে নিয়েছিল ইডি। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

 

উল্লেখ্য, ভারতে নাশকতা ছড়াতে নতুন করে এক ইউনিট গড়েছে দাউদ । ভারতে নাশকতা ছড়াতে নতুন করে এক ইউনিট গড়েছে আন্দারওয়র্ল্ড ডন দাউদ ইব্রাহিম। দেশের রাজনৈতিক নেতা, নামী ব্যবসায়ী, শিল্পপতিরা রয়েছেন নিশানায়, জানাল জাতীয় তদন্তকারী সংস্থা ।এক এফআইআর-এর মাধ্যমে জানা গেল, নতুন স্পেশ্যাল ইউনিটকে সঙ্গে নিয়ে বিস্ফোরক এবং ভয়ানক সব অস্ত্র দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষছে দাউদ।

 

এনআইএ এও জানিয়েছে, কুখ্যাত ডনের প্রধান লক্ষ্য দিল্লি এবং নিজের ‘বড়’ হয়ে ওঠার শহর মুম্বই। সন্ত্রাসের লক্ষ্যে দেশে বেআইনি ভাবে পয়সা ছড়ানোর মামলায় সম্প্রতি একটি মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । মুম্বই এবং বিভিন্ন জায়গায় দাউদের পরিচিত মহলের বাড়ি, অফিসে হানা দেন ইডি-র আধিকারিকরা। তল্লাশি চালানো হয় দাউদের বোনের বাড়িতেও।

 

RECOMMENDED FOR YOU.....