বিদেশ – গ্রীষ্মের শুরুতেই ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে চলা অস্বাভাবিক গরমে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, যা প্রশাসনিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাপপ্রবাহের ভয়াবহতায় বাধ্য হয়ে কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে কর্তৃপক্ষকে, যার ফলে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে। এর পাশাপাশি গ্রীস, স্পেন ও তুরস্কে ভয়াবহ দাবানলের খবর মিলেছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করছে এবং জনজীবনে ঝুঁকি বাড়াচ্ছে।
বিশেষ করে স্পেনের সেভিলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দিল্লি ও কলকাতার সাম্প্রতিক তাপমাত্রার থেকেও বেশি। এই অস্বাভাবিক পরিস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
