খেলা – লিগের শুরুতে ধাক্কা খেলেও অবশেষে জয়ের ছন্দে ফিরেছে বার্সেলোনা। ইউরোপীয় প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে হারের পর আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়ে মরসুমি স্বস্তি পেল হান্সি ফ্লিকের দল। ক্লাব ব্রুজ ও চেলসির কাছে হারার পর চাপ বাড়ছিল কাতালান শিবিরে। সেই চাপ কাটিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পয়েন্ট তুলল তারা।
ম্যাচের ২১ মিনিটে নাথানিয়েল ব্রাউনের দুর্দান্ত পাস থেকে গোল করে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন আন্সগার কানাউফ। শুরুতে বার্সা আক্রমণে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে। বিরতির পর মাঠে নামতেই ম্যাচের গতি বদলে দেন মার্কাস রাশফোর্ড। তাঁর নিখুঁত ক্রসে ৫০ মিনিটে দুরন্ত হেডে সমতা ফেরান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। এরপরেই বার্সেলের আক্রমণের ধার বাড়তে থাকে এবং ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্লিকের দল। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে বার্সেলোনা।
ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ১০। বাকি দুই ম্যাচে ফল অনুকূলে গেলে তারা সরাসরি সেরা আটে উঠে শেষ ষোলোতে পৌঁছতে পারে। আগামী ২১ জানুয়ারি স্লাভিয়া প্রাগের বিপক্ষে এবং তার এক সপ্তাহ পরে কোপেনহেগেনের বিরুদ্ধে নামবে কাতালানরা।
অন্যদিকে, ফ্রাঙ্কফুর্টের ছয় ম্যাচে মাত্র চার পয়েন্ট। বুন্দেসলিগায় সপ্তম স্থানে থাকা দলটির সামনে এখন ইউরোপ থেকে বিদায়ের আশঙ্কা প্রকট হচ্ছে। এদিনের ম্যাচে বল দখল ও আক্রমণে সম্পূর্ণ আধিপত্য দেখায় বার্সেলোনা—প্রায় ৭৬ শতাংশ পজিশন ধরে রেখে তারা মোট ১৯টি শট নেয়, যা তাদের জয়ের প্রতিচ্ছবি স্পষ্ট করে।




















