ইউ ডি আইডি কার্ড না পাওয়াতে প্রতিবন্ধীদের বিক্ষোভ!

ইউ ডি আইডি কার্ড না পাওয়াতে প্রতিবন্ধীদের বিক্ষোভ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিন 24 পরগণা – ইউ ডি আইডি কার্ড না পাওয়ায় কাকদ্বীপ বিধানসভায় কাকদ্বীপ বাজারে প্রতিবন্ধীদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে কাকদ্বীপ বাজার এলাকা। ইউ ডি আইডি কার্ড এখনো পর্যন্ত বহু প্রতিবন্ধীরা হাতে পায়নি এর ফলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।প্রশাসনের গাফিলতি অভিযোগ তুলে কাকদ্বীপ মহকুমার শাসক দপ্তরে ও কাকদ্বীপ হাসপাতালে সুপার এর কাছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনির জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়।উক্ত এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃত্বরা।ইউ ডি আইডি কার্ড না পাওয়াতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধীরা। এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক এক হাজার টাকা ভাতা দেয়া হলেও সেই ভাতা পর্যাপ্ত পরিমাণে নয়।যেখানে অন্যান্য রাজ্যের প্রতিবন্ধী ভাতা হিসাবে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে সে ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাসিক এক হাজার টাকা দেওয়া হয়।



এ বিষয়ে সিপিএমের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী বলেন, কাকদ্বীপ মহকুমার প্রায় কয়েক হাজার প্রতিবন্ধী রয়েছে। বেশিরভাগ প্রতিবন্ধীদের নেই ইউ ডি আইডি কার্ড। ইউ ডি আই ডি কার্ড না থাকার কারণে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।রাজ্য সরকার যে পরিমাণ টাকা প্রতিবন্ধী ভাতা দেয় সেই পরিমাণ টাকায় প্রতিবন্ধীদের সংসার চলে না। রাজ্য সরকারের উচিত অবিলম্বে প্রতিবন্ধী ভাতা বাড়ানো। রাজ্য সরকারের গাফিলতির কারণে এখনো বহু প্রতিবন্ধী তাদের ইউ ডি আই ডি কার্ড পায়নি অবিলম্বে সেই ইউ ডি আইডি কার্ড প্রতিবন্ধীদের হাতে তুলে দিতে হবে।শীঘ্রই এই ইউ ডি আইডি কার্ড প্রতিবন্ধীরা হাতে না পেলে আরও বৃহত্তম আন্দোলন করা হবে এমনই হুশিয়ারি দেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সিপিএমের বর্ষিয়ান নেতা কান্তি গাঙ্গুলী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top