নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৫ই সেপ্টেম্বর :নারদ কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদের বাড়িতে সিবিআই গোয়েন্দারা। অসুস্থ থাকার জন্য ইকবাল আহমেদ নিজাম প্যালেসে গিয়ে হাজির দিতে পারবেন না বলেই জানান। এর পরেই তদন্তকারীরা ইকবালের বাড়িতে গিয়ে ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ সিবিআইয়ের ৬ সদস্যের টিম পৌছয় ১৯-বি রিপন স্ট্রিটে ইকবাল আহমেদের বাড়িতে। সেখানেই নারদা মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারের উপস্থিতে ইকবালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন সিবিআই গোয়েন্দারা।অসুস্থতার জন্য কণ্ঠস্বরের নমুনা দিতে পারলেন না ইকবাল আহমেদ। জানালেন সিবিআই-এর ইনভেস্টিগেশন অফিসার রঞ্জিত কুমার l