কলকাতা – রবিবার সাতসকালে ইকোপার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের। ডিভাইডারে ধাক্কা মেরে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়েন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছুটির দিনের সকালে এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তিনি বাগুইআটি এলাকার বাসিন্দা। রবিবার সকালে তিনি বিশ্ববাংলা গেটের দিক থেকে স্কুটি করে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন। ইকোপার্কের ১ নম্বর ও ২ নম্বর গেটের মাঝামাঝি এলাকায় দ্রুত গতিতে চলার সময় হঠাৎই স্কুটির নিয়ন্ত্রণ হারান তিনি।
নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি ডিভাইডারে ধাক্কা মারে এবং তাতেই পাল্টি খেয়ে যুবক রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তাঁর মাথায় হেলমেট ছিল না। ফলে মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে রক্তে ভেসে যায় রাস্তার একাংশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত অবস্থায় ত্রিদিপ চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




















