ইছামতি নদীতে রাতভর পুলিশি অভিযান আটক ৫,টা জেসিপি,১৩,টা যন্ত্রচালিত বালি তোলার মেশিন,৮,টা নৌকা। নদীর পাড়ে বালির স্তুপ ফায়ার ব্রিগেড দিয়ে নষ্ট করল প্রশাসন । দিনের পর রাত্রে জেলা পুলিশ ভূমি রাজস্ব দপ্তর এর লাগাতার অভিযান বসিরহাট ইছামতি বিভিন্ন এলাকায় বেআইনি মাটি মাফিয়াদের বিরুদ্ধে, এবার যে রাজ্য সরকার কোমর বেঁধে নেমেছে তা আজকের এই রাতভর তল্লাশি মধ্য এক নজিরবিহীন ।
ইতিমধ্যে বুধবার দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক ও পুলিশ সুপার ভার্চুয়াল সবার মধ্য দিয়ে করা নির্দেশিকা জারি করেছিল। কোন বেআইনি কাজ করা যাবে না, প্রশাসন কে কড়া নির্দেশ দিয়েছিল। আর সেই নির্দেশকে খাতা-কলমে অক্ষরে অক্ষরে পালন করতে জেলা প্রশাসন রাত ভোর ইছামতি নদীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে।
আর ও পড়ুন ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার
ইদানীংকালে ইছামতি নদীতে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বেআইনিভাবে বালি তুলছিল বালি মাফিয়ারা। যার ফলে একদিকে নদীরপাড় ভাংছিল, অন্যদিকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বারবার এই দাবি করে আসছিল স্থানীয় বাসিন্দারা। এই কথা মাথায় রেখে প্রশাসন কঠোর নজরদারি শুরু করলো তা বলা বাহুল্য।
ইতিমধ্যে জেলা ভূমি রাজস্ব দপ্তর মহাকুমা শাসক প্রতিনিধি ও পুলিশ সব মিলিয়ে কুড়ি জনের একটি বিশেষ দল বসিরহাটের ইছামতি নদীর বিভিন্ন ঘাটগুলোতে অবৈধভাবে বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।একদিকে নদীর ধারে যেসব বালির স্তুপ করেছিল সেগুলো ফায়ার বিগেট এর মাধ্যমে নষ্ট করা হয়েছে। অন্যদিকে জেসিপি বালি তোলার মেশিন যন্ত্র চালিত নৌকা, মোট কুড়িটা বিশেষ বালি তোলার যন্ত্র বাজেয়াপ্ত করেছে প্রশাসন।