নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ১০ ডিসেম্বর, ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি ইঞ্জিনভ্যানকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারল সরকারি বাস। ঘটনায় আহত হল দুই পথচারী সহ এক শিশু।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, কলকাতাগামী সরকারি সিএসটিসি বাস ১১৭ নম্বর যাওয়ার পথে উল্টো দিক দিয়ে আসা একটি ইঞ্জিনভ্যানকে মুখোমুখি সংঘর্ষ লাগে। ইঞ্জিনসহ আরও দুই পথচারীকে বাঁচাতে গেলে সিএসটিসি বাস জাতীয় সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। এরপর স্থানীয় মানুষরা ছুটে এসে আহত অবস্থায় যাত্রীদেরকে উদ্ধার করে ঘটনাস্থলে নিয়ে আসে।ঘটনার জেরে অবরুদ্ধ ১১৭ নম্বর জাতীয় সড়ক।পুরো ঘটনাটি তদন্ত করছে কুলপি থানার পুলিশ।