ইটভাটার ধোঁয়া থেকে মার খাচ্ছে মালদহে আমের ফলন। আমের জন্য জগৎবিখ্যাত মালদা। জেলাস ফজলি, ন্যাংড়া, গোপাল ভোগ সহ নানা প্রজাতির আম রাজ্য ছড়িয়ে দেশ এমনকি বিদেশেও সুনাম অর্জন করেছে। কিন্তু আম বাগানের মধ্যে গড়ে উঠছে একের পর এক ইটভাটা।
ইটভাটার ধোঁয়া থেকে মার খাচ্ছে আমের ফলন। ইটভাটা থেকে তৈরী হওয়া ক্ষতিকারক গ্যাস নষ্ট করছে আম। মুকুল আসার সময় ইটভাটার ধোঁয়ার কারণে ফুল ফুটে গুটি তৈরি হচ্ছে না। আবার আমবাগানে গুটি আসলেও নিয়মিত ইটভাটার ক্ষতিকারক গ্যাস আমের ক্ষতি করে। আমের মধ্যে কালো দাগ পড়ে যায়। এর থেকেও আমের ফলন এ মার খাওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়।
জেলার প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে একের পর এক ইটভাটা তৈরি হলেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ জেলার আম চাষিদের। জেলায় কিছু ইটভাটা সরকারি আইন মেনে তৈরি হলেও আম বাগানের ভেতরে তৈরী হওয়া অধিকাংশ ইটভাটা বেআইনি বলে দাবি জেলার আম চাষিদের।
আ র ও পড়ুন স্কুলের শিশুদের হাতে সিলমোহর লাগিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন
ইংরেজবাজার, কালিয়াচক, মানিকচক, রতুয়া ও পুরাতন মালদা সহ প্রায় প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে ইটভাটা দেখা দিচ্ছে অধিক পরিমাণে।
জেলার আম বাগান গুলির মধ্যে অধিক পরিমাণে ইটভাটা তৈরীর কথা স্বীকার করছেন জেলা প্রশাসনের কর্তারা। ইটভাটার ধোঁয়া থেকে আমের যে ক্ষতি হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটা দাবি জেলা উদ্যানপালন দফতরের কর্তাদের।