ইটাহারের প্রার্থী মুশাররফ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বরণ করলেন উত্তর দিনাজ পুরের মানুষ

ইটাহারের প্রার্থী মুশাররফ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বরণ করলেন উত্তর দিনাজ পুরের মানুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭মার্চ ২০২১উত্তর দিনাজপুর: অগনিত মানুষ বাঁধভাঙা উচ্ছাস আর শুভেচ্ছার বন্যায় বরণ করে নিলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী এবারের নতুন মুখ তরুন তুর্কি নেতা মুশাররফ হোসেনকে। ইটাহার বিধানসভা কেন্দ্রের যে অঞ্চলেই কর্মীসভা বা জনগনের সাথে মিলিত হতে যাচ্ছেন প্রার্থী মুশাররফ হোসেন সেখানেই জনজোয়ারে ভাসছেন তিনি।

ছাত্র থেকে যুব, মা থেকে বোনেদের এবং সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বিদায়ী বিধায়কের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দিলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন। প্রায় তিন বছর ধরে উত্তর দিনাজপুর জেলাপরিষদের কৃষি কর্মাধক্ষ্যের দায়িত্ব সামলে চলেছেন নিষ্ঠার সঙ্গে ইটাহারের বাসিন্দা মুশাররফ হোসেন । উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের এই তরুন তুর্কি নেতাকে এবার ইটাহার বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষনার পর থেকেই ইটাহার বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন ইটাহারে তৃনমূল কংগ্রেসের এই নতুন মুখ। বিধানসভা এলাকার অঞ্চল ভিত্তিক ছোট ছোট কর্মীসভা করে চলেছেন তিনি। আর যেখানেই যে অঞ্চলেই যাচ্ছেন তৃনমূল কংগ্রেস প্রার্থী সেখানেই জনজোয়ারে ভাসছেন তিনি। ফুল মালায় তাঁকে বরণ করে নিচ্ছেন আবাল বৃদ্ধ বনিতারা। ইটাহার বিধানসভার সুরুন ১ গ্রামপঞ্চায়েতের পাজোল এম এস কে’র মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেনের জনসভায় তিল ধারনের জায়গা পর্যন্ত ছিলনা। এমনকি মাঠের আশপাশের বাড়ির ছাদগুলোও প্রার্থীকে দেখা এবং তাঁর বক্তব্য শোনার ভীড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থী মুশাররফ হোসেন জানালেন বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চলের ছাত্র যুব থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব এবং বিদায়ী তৃনমুল বিধায়ককে সাথে নিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন তিনি। ইটাহার বিধানসভা বন্যা কবলিত হয়ে থাকে সেই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহন করবেন বলে জানান তিনি। উত্তর দিনাজপুর জেলার এই বিধানসভা কেন্দ্রে এখনও যেখানে বিজেপি ও বাম-কংগ্রেস তাদের প্রার্থী তালিকাই ঘোষনা করেনি সেখানে তৃনমূল কংগ্রেস প্রার্থীর প্রচার যে জনসংযোগে তাঁকে অনেকটাই এগিয়ে রেখেছে তা বলাই যায়।

আরও পড়ুন…পানাগড় বাজারে লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রতিবন্ধী মহিলার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top