ইটাহারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ১২৬ টি দুর্গাপূজা কমিটিকে সম্মান জ্ঞাপন

ইটাহারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ১২৬ টি দুর্গাপূজা কমিটিকে সম্মান জ্ঞাপন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইটাহারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ১২৬ টি দুর্গাপূজা কমিটিকে সম্মান জ্ঞাপন। বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে সমগ্র রাজ্যের পাশাপাশি ইটাহার ব্লকে সারম্বরে পালিত হল বিজয়া সম্মিলনী ও সামাজিক সম্প্রীতি সমাবেশ। এদিন ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে বিধায়কের উদ্যোগে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস।

 

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা ও ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হুসেন। মূলত, প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে দুর্গাপূজা শেষে ইটাহার ব্লকের বিভিন্ন ধর্মের ধর্মগুরু থেকে শুরু করে বিশিষ্ট ব্যাক্তিদের পাশাপাশি ইটাহার ব্লকের ১২৬টি দুর্গাপূজা কমিটি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়।

 

সকলকে উত্তরিয় ও গোলাপ দিয়ে বরণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। একইসাথে এদিন বিধায়ক মোশারফ হুসেনের নিজস্ব উদ্যোগে ১২৬ টি দুর্গাপূজা কমিটিকে আর্থিক উপহার ও স্মারক দিয়ে সন্মান জানান উপস্থিত জেলা সভাপতি, বিধায়ক সহ ব্লক তৃণমূল নেতৃত্বরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালা, বিধায়ক মোশারফ হুসেন, জেলা পরিষদ সদস্যা বিউটি বেগম, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি কার্তিক চন্দ্র দাস, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোজাফফর হোসেন, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল সহ ব্লকের সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার

উল্লেখ্য, বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে সমগ্র রাজ্যের পাশাপাশি ইটাহার ব্লকে সারম্বরে পালিত হল বিজয়া সম্মিলনী ও সামাজিক সম্প্রীতি সমাবেশ। এদিন ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে বিধায়কের উদ্যোগে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা ও ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হুসেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top