ইটাহারে ব্রোঞ্চ জয়ী তিন পড়ুয়াকে সংবর্ধনা। রাজ্যস্তরের কলা উৎসবে পৃথক তিনটি বিভাগে ব্রোঞ্চ জয়ী তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা হল শনিবার। এদিন ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত,উত্তর দিনাজপুর জেলা কলা উৎসবে জয়ী হয়ে রাজ্য স্তরের কলা উৎসবে যোগ দেয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের ৫ জন পড়ুয়া।
কোলকাতায় রাজ্য স্তরীয় কলা উৎসবে রাজ্যের বিভিন্ন স্কুল অংশ নেয়। সেখানে একক ভাবে ত্রিমাত্রিক দৃশ্যকলা ভাষ্কর্য্য-বালক বিভাগে তৃতীয় হয় বিশ্বজিৎ দাস, পরম্পরাগত লোক নৃত্য-বালক বিভাগে তৃতীয় হয় রীতম চৌধুরী এবং ভারতীয় আদিবাসী পুতুল শিল্পকলা বিভাগে তৃতীয় হয় সঞ্জিৎ দেবশর্মা। কৃতী তিন পড়ুয়া ব্রোঞ্চ পদক অর্জন করে। বরাবরই ইটাহার উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক চর্চার দিক থেকে উত্তর দিনাজপুর জেলা তথা ইটাহার ব্লকে এগিয়ে।
ফলে রাজ্য স্তরে ইটাহার উচ্চ বিদ্যালয়ের এই বিরাট সাফল্যের ফলে স্বাভাবিক ভাবে খুশির হাওয়া ছড়িয়েছে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তাই এদিন স্কুলের তিন জন কৃতী ছাত্রদের উৎসাহ দিতে মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে কোলকাতায় রাজ্য স্তরের কলা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলকে পরাজিত করে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্চ পদক অর্জন অন্যান্য গ্রাম্য স্কুলের পড়ুয়াদের উৎসাহ দেবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন – নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে সুখবর
উল্লেখ্য, রাজ্যস্তরের কলা উৎসবে পৃথক তিনটি বিভাগে ব্রোঞ্চ জয়ী তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা হল শনিবার। এদিন ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত,উত্তর দিনাজপুর জেলা কলা উৎসবে জয়ী হয়ে রাজ্য স্তরের কলা উৎসবে যোগ দেয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের ৫ জন পড়ুয়া। কোলকাতায় রাজ্য স্তরীয় কলা উৎসবে রাজ্যের বিভিন্ন স্কুল অংশ নেয়। সেখানে একক ভাবে ত্রিমাত্রিক দৃশ্যকলা ভাষ্কর্য্য-বালক বিভাগে তৃতীয় হয় বিশ্বজিৎ দাস, পরম্পরাগত লোক নৃত্য-বালক বিভাগে তৃতীয় হয় রীতম চৌধুরী এবং ভারতীয় আদিবাসী পুতুল শিল্পকলা বিভাগে তৃতীয় হয় সঞ্জিৎ দেবশর্মা। ইটাহারে ব্রোঞ্চ